বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ছাড়াই ‘ভোট জালিয়াতি’ ও ‘ডাকাতির’ অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ।
২৬ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
ফলাফল ঘোষণা করতে রাত হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ৪২৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন, যার মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন, আর নারী ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।
অবশ্য নির্বাচন নিয়ে কারচুপি, দলীয় এজেন্টকে ঢুকতে না দেওয়া, জালভোট দেওয়া, কেন্দ্র দখল, দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও সরকার দলীয়দের হুমকি-মারধরের অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট বন্ধের দাবি জানান। তবে তার সেই দাবি পূরণ না হলেও শেষ পর্যন্ত ভোটে ছিলেন বিএনপির এই প্রার্থী।
হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এসব অভিযোগের ব্যাপারে রির্টানিং অফিসারকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সরকার ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। তারা অবৈধ সরকারের নীলনকশা বাস্তবায়নে মূল কাণ্ডারি হয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে ভোট মেরেছে।’
আর বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আজকে সকাল থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ ছাড়া বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে রিজভী সাহেব ঢালাওভাবে অভিযোগ করে যাচ্ছেন।
সকালে তারা বলেছেন ২১টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা আদৌ সেই কেন্দ্রের এজেন্ট ছিলেন কি না, সন্দেহ আছে।
কারণ তারা এজেন্টদের নাম- ঠিকানা প্রকাশ করতে পারেননি। কখনো ২১, কখনো ১০০ এজেন্টদের বের করে দেওয়ার কথা বলছেন তারা। একেক সময় একেক সংখ্যা দিয়ে জাতিকে বিএনপি বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
ভোট শেষ, গণনা শুরু
Reviewed by Ruhul
on
June 26, 2018
Rating: