রাশিয়ায় আবারও যৌন হয়রানির শিকার নারী সাংবাদিক

হুলিয়া গুইমারাইসকে চুুমু দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত
রাশিয়া বিশ্বকাপে ঘুরে ফিরে সামনে আসছে নারী সাংবাদিকদের যৌন হয়রানির ঘটনা। বিশ্বকাপের শুরুতে কলম্বিয়ান এক নারী সাংবাদিককে হতে হয়েছিল যৌন হয়রানির শিকার। সেই রেষ কাটতে না কাটতে আবারও আলোচনায় আরেক নারী সাংবাদিকের যৌন হেনস্তার ঘটনা।
হুলিয়া গুইমারাইস নামের এই ব্রাজিলিয়ান সাংবাদিক একতেরিনবুর্গে রিপোর্টিং করছিলেন। সে সময় এক ব্যক্তি কাছে এসে তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জুলিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেটি করতে ব্যর্থ হন ওই ব্যক্তি।
লোকটি চুমু দিতে আসলে রিপোর্টিং থামিয়ে চেচিয়ে বারণ করেন হুলিয়া। তিনি বলেন, ‘এটা করবেন না। কখনোই এটা কবরেন না। এটি ভদ্রতার লক্ষণ না। একজন নারীর সঙ্গে এমনটি করবেন না। সম্মান দিতে শিখুন।’
অবশ্য রাশিয়ায় হুলিয়াকে হেনস্তার ঘটনা এটিই নাকি প্রথমবার নয়। রাশিয়া বনাম মিসরের উদ্বোধনী খেলার দিনও এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে। রাশিয়াতে এসে অযাচিত চাহনি, র‌্যাগিং ও আপত্তিকর গানেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হুলিয়া লিখেন, ‘এই বাজে অভিজ্ঞতাটি ভাষায় প্রকাশ করা যাবে না। সৌভাগ্যবশত ব্রাজিলে আমাকে এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়নি। কিন্তু এখানে দুইবার আমাকে এমন পরিস্থিতির শিকার হতে হলো। বিষয়টি কষ্টের ও লজ্জার।’
হুলিয়ার এমন সাহসিক আচরণের প্রশংসা করেছেন তার সঙ্গে কাজ করা সাংবাদিক ও অন্যান্য সাধারণ মানুষ।
ক্রীড়া সাংবাদিক পাওলো আন্তুনিস টুইটার পোস্টে হুলিয়ার এমন সাহসি কাণ্ডের প্রশংসা করেন। তিনি লিখেন, ‘লোকটি নির্বোধ। তার মানসিকতা ১৩ বছরের ছেলেদের মতো। হুলিয়া খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
রাশিয়ায় আবারও যৌন হয়রানির শিকার নারী সাংবাদিক রাশিয়ায় আবারও যৌন হয়রানির শিকার নারী সাংবাদিক Reviewed by Ruhul on June 26, 2018 Rating: 5
Powered by Blogger.