বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে স্পেন, পর্তুগাল এবং আয়োজক দেশ রাশিয়া। ফুটবলাররা মাঠে খেললেও সমর্থকদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা অবিরাম। ব্রাজিল, আর্জেন্তিনা, জার্মানি, পর্তুগালকে নিয়ে লড়াই ইতিমধ্যেই তুঙ্গে।
নিজেদের দল নিয়ে সবাই আশাবাদী। বড়ো দলগুলির মধ্যে খুব একটা তফাৎ অবশ্য নেই। তবে শেষমেশ কে জিতবে, কে হারবে তা তো সময়ই বলবে। কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে তার আগেই ভবিষ্যদ্বাণী করে দিল এই ‘তারকা’। যার এখনও পর্যন্ত রেকর্ড পুরো একশো শতাংশ সঠিক।
‘মিস্টিক মার্কাস’ নামে ওই শূকর আজ পর্যন্ত যা বলেছে সব মিলে গিয়েছে, এমনই দাবি তার মালিক জুলিয়েট স্টিভেন্সের।
এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল এবং উইম্বল্ডন ফাইনালে কে চ্যাম্পিয়ন হবে তা-ও নাকি সঠিক জানিয়েছিল সে।
তাঁর সামনে ৩২ টি আপেল রাখা হয়েছিল। প্রতিটিতে একটি করে দেশের পতাকা আঁকা। যেখান থেকে শেষ পর্যন্ত চারটি আপেল খেয়ে বেছে নিয়েছে সে।
মার্কাসের মতে চলতি বিশ্বকাপে আর্জেন্তিনা, নাইজেরিয়া, উরুগুয়ে এবং বেলজিয়াম এই চারটি দল সেমিফাইনাল খেলবে।
আট বছর বয়সি এই জ্যোতিষী এর আগে ডোনাল্ড ট্রাম্প নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন তা কোনো দ্বিধা না করেই জানিয়েছিল। ব্রেক্সিট নিয়েও তার ভবিষ্যদ্বাণী নাকি মিলে গিয়েছিল।
তার এই ভবিষ্যদ্বাণী যে চারটি দলের সমর্থকদের আশ্বস্ত করবে তা আর বলা অপেক্ষা রাখে না।
এখন দেখার শেষমেশ সত্যি তা-ই হয় কি না।
নিজেদের দল নিয়ে সবাই আশাবাদী। বড়ো দলগুলির মধ্যে খুব একটা তফাৎ অবশ্য নেই। তবে শেষমেশ কে জিতবে, কে হারবে তা তো সময়ই বলবে। কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে তার আগেই ভবিষ্যদ্বাণী করে দিল এই ‘তারকা’। যার এখনও পর্যন্ত রেকর্ড পুরো একশো শতাংশ সঠিক।
‘মিস্টিক মার্কাস’ নামে ওই শূকর আজ পর্যন্ত যা বলেছে সব মিলে গিয়েছে, এমনই দাবি তার মালিক জুলিয়েট স্টিভেন্সের।
এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল এবং উইম্বল্ডন ফাইনালে কে চ্যাম্পিয়ন হবে তা-ও নাকি সঠিক জানিয়েছিল সে।
তাঁর সামনে ৩২ টি আপেল রাখা হয়েছিল। প্রতিটিতে একটি করে দেশের পতাকা আঁকা। যেখান থেকে শেষ পর্যন্ত চারটি আপেল খেয়ে বেছে নিয়েছে সে।
মার্কাসের মতে চলতি বিশ্বকাপে আর্জেন্তিনা, নাইজেরিয়া, উরুগুয়ে এবং বেলজিয়াম এই চারটি দল সেমিফাইনাল খেলবে।
আট বছর বয়সি এই জ্যোতিষী এর আগে ডোনাল্ড ট্রাম্প নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন তা কোনো দ্বিধা না করেই জানিয়েছিল। ব্রেক্সিট নিয়েও তার ভবিষ্যদ্বাণী নাকি মিলে গিয়েছিল।
তার এই ভবিষ্যদ্বাণী যে চারটি দলের সমর্থকদের আশ্বস্ত করবে তা আর বলা অপেক্ষা রাখে না।
এখন দেখার শেষমেশ সত্যি তা-ই হয় কি না।
বিশ্বকাপ সেমিফাইনালে কারা খেলবে জানিয়ে দিলেন ‘তারকা’ জ্যোতিষী
Reviewed by Admin
on
June 16, 2018
Rating:
Reviewed by Admin
on
June 16, 2018
Rating:
