সহজেই নকল টাকা শনাক্ত করবেন যেভাবে.......

ঈদের বাজারে নকল টাকার ছড়াছড়ি বেশি থাকে। অনেক টাকা গোনা ও নানা ঝামেলার কারণে বড় বড় নোটগুলো চেক করতে অনেক সময় লেগে যায়। এছাড়া নকল টাকার নোট চিহ্নিত করাও অনেক সময় মুশকিল হয়ে পড়ে।

তাই সহজেই নকল টাকা যেভাবে শনাক্ত করা যায় সে বিষয়ে নিম্নে আলোচনা করা হলো:

নোটের ডান দিকে কালো ভরাট করা জায়গাটি লক্ষ্য করুন। ১০০,৫০০ ও ১০০০ এর স্থানে গোল করা জায়গাটির দিকে দেখুন। ১০০, ৫০০ ও ১০০০ টাকার মূল্যমান নোটটির এদিক-ওদিক করলে রং পরিবর্তন হবে। ১০০ ও ১০০০ টাকার মূল্যমান নোটে সোনালী থেকে সবুজ এই রংয়ের পরিবর্তন হবে। এছাড়া ৫০০ টাকার মূল্যমান নোটে লালচে হতে সবুজ হবে।

এছাড়া নোটের বাম দিকে নিরাপত্তা সুতাটির দিকে দেখুন। এই নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নোটের মূল্যমান মুদ্রিত আছে যা নোট এদিক-ওদিক করলে দেখা যাবে।

নকল নোট চিহ্নিত করার জন্য অসমতল ছাপা, অতি সুক্ষ্ণ আকারের লেখা রয়েছে। এগুলো ভালোভাবে খেয়াল করলে সহজেই নকল নোট শনাক্ত করা যাবে।
সহজেই নকল টাকা শনাক্ত করবেন যেভাবে....... সহজেই নকল টাকা শনাক্ত করবেন যেভাবে....... Reviewed by Admin on June 16, 2018 Rating: 5
Powered by Blogger.